Paroles de la chanson Long Distance Love par Ankan Kumar
Chanson manquante pour "Ankan Kumar" ? Proposer les paroles
Proposer une correction des paroles de "Long Distance Love"
Proposer une correction des paroles de "Long Distance Love"
Paroles de la chanson Long Distance Love par Ankan Kumar
[Ankan Kumar]
না এলো না
সে থাকে কার ভরসায়
এ কথা যায়
বাতাসে মিশে যায়
সে আসে না
থাকে না শত বারণে
দরজায় দাঁড়িয়ে থাকা দায়
না গেলো না
আর আশা রাখা গেলো না
এ ব্যথা যায়, আঁধারে সে মিলায়
সে জানে না, মানে না কোনো কারণে
জানালায় দাঁড়িয়ে থাকা দায়
না এলো না
সে থাকে কার ভরসায়
এ কথা যায়
বাতাসে মিশে যায়
সে আসে না
থাকে না শত বারণে
দরজায় দাঁড়িয়ে থাকা দায়
না গেলো না
আর আশা রাখা গেলো না
এ ব্যথা যায়, আঁধারে সে মিলায়
সে জানে না, মানে না কোনো কারণে
জানালায় দাঁড়িয়ে থাকা দায়
[Ankan Kumar]
যদি বিরহ থাকে আমিও থাকি
কে বলো শেষ হবে আগে?
কেন যে এত ভালোবাসা মরে যায়
শুধু সময় মনে রাখে
[Ankan Kumar]
এত শূন্যতা এ মনে রাখি যে আমি
দেখে না কেউ তো আর, বলে এ সবই পাগলামি
কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়
থামে না বরষা, তোমারে ডাকি যে আমি
(আর)
[Ankan Kumar]
সে থাকে কার ভরসায়
এ কথা যায়
বাতাসে মিশে যায়
সে আসে না
থাকে না শত বারণে
এ দরজায় দাঁড়িয়ে থাকা দায়
[Afrin]
আমি একা হয়ে বসে আছি
বিরহিত মনের সূক্ষ্ম হাসি
আমি শুধু চেয়েছি তোমাকে শুরু থেকে
[Ankan Kumar]
সে থাকে কার ভরসায়
এ কথা যায়
বাতাসে মিশে যায়
সে আসে না
থাকে না শত বারণে
এ দরজায় দাঁড়িয়ে থাকা দায়
[Afrin]
আমি একা হয়ে বসে আছি
বিরহিত মনের সূক্ষ্ম হাসি
আমি শুধু চেয়েছি তোমাকে শুরু থেকে
জানি আসবে না তো আজ
অসমাপ্ত গল্প লিখে যাই আমি-তুমি
তোমার ভালোবাসা আমি চাইনি
[Ankan Kumar]
এখনো হয়নি রাত, আকাশে কত যে তারা
দেখো না তুমি আর, আমিও যে দিশেহারা
এখানে বরষা কেবলই ভোরে যে আসে
ডাকে না কেউ যখন, থাকে না তোমারই পাশে
[Afrin]
এ একাকী মনের স্থিরতা তুমি
অসমাপ্ত গল্প লিখে যাই আমি-তুমি
তোমার ভালোবাসা আমি চাইনি
[Ankan Kumar]
এখনো হয়নি রাত, আকাশে কত যে তারা
দেখো না তুমি আর, আমিও যে দিশেহারা
এখানে বরষা কেবলই ভোরে যে আসে
ডাকে না কেউ যখন, থাকে না তোমারই পাশে
[Afrin]
এ একাকী মনের স্থিরতা তুমি
টেনে এনো আমার গান
মনের গহীনে শুধু তোমারই রূপ
বাতাসে যদি দাও কান
[Ankan Kumar]
এত শূন্যতা এ মনে রাখি যে আমি
দেখে না কেউ তো আর, বলে এ সবই পাগলামি
কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়
থামে না বরষা, তোমারে ডাকি যে আমি
এত শূন্যতা এ মনে রাখি যে আমি
দেখে না কেউ তো আর, বলে এ সবই পাগলামি
মনের গহীনে শুধু তোমারই রূপ
বাতাসে যদি দাও কান
[Ankan Kumar]
এত শূন্যতা এ মনে রাখি যে আমি
দেখে না কেউ তো আর, বলে এ সবই পাগলামি
কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়
থামে না বরষা, তোমারে ডাকি যে আমি
এত শূন্যতা এ মনে রাখি যে আমি
দেখে না কেউ তো আর, বলে এ সবই পাগলামি
কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়
থামে না বরষা, তোমারে ডাকি যে আমি
(আর)
থামে না বরষা, তোমারে ডাকি যে আমি
(আর)
Paroles.net dispose d’un accord de licence de paroles de chansons avec la Société des Editeurs et Auteurs de Musique (SEAM)
